Header Ads

programming | প্রোগ্রামিং কি

 Introduce to programming 

for none cs knowledge by none cse.


1.what is programming? 

2.How to programme? 

3.How to  result? 

4.Math in programming! 

5.Variable, String. 

6.Function. 

7.Conditional statement. 

8.Object.

9.Array.

10.Cheat Sheet. 

11. Data structure  and algorithm. 

12.OOP.

###########

1. What is programming?

প্রোগ্রামিং করা মানে মেশিনের সাথে কথা বলা। আমরা যেমন বাংলা ভাষায় দেশের মানুষের কথা বলি,বিদেশিরা বলে বিদেশি ভাষায়। তেমনি মেশিনের সাথে কথা বলতে হয় মেশিনের ভাষায়। 

আমরা প্রোগ্রামিং করার জন্য c, c++, java, python, javascript ইত্যাদি ভাষা ব্যবহার করি।

এখানে আমি python আর javascript দিয়ে উদাহরণ দিব । আমি full language শিখাব না। শুধু basic বোঝাব । যা শেখার পর আপনারা যেকোনো language  বুঝতে পারবেন (like Chinese movie, you can understand little bit but you cant speak) । সবার ই উচিত একটি language ভাল করে শেখা। 


2.How to programme? 

মেশিনের সাথে python অথবা javascript দিয়ে কথা বলতে হলে আমাদের মেশিনে python আর javascript install করতে হবে। install করার পর ( অনেকটা P.K movie এর Amir khan এর হাত ধরে মনের ভাব বোঝার মতো) আমরা মেশিন কে আমাদের মনের ভাব বুঝাতে পারব python বা javascript language এ।

python এর python  আর javascript এর nodejs download করে install করব।


3. How to get result? 

Terminal এ python অথবা node লিখে Enter press করার সাথে সাথে আমাদের সাথে মেশিনের সরাসরি কানেশন হয়ে যাবে... তখন আমরা মেশিনের সাথে সরাসরি কথা বলতে পারব। মেশিনকে দিয়ে বিভিন্ন কাজ করাতে পারব  বিভিন্ন comment এর মাধ্যমে।  এছাড়াও আরো পদ্ধতি আছে যা পরবর্তীতে বলব।


4.Math in Programming.! 

Programming এ school level এর math আছে কিন্তু তার চেয়ে বেশি আছে অনেক অনেক command । :-p

Terminal এ python লিখে Enter press করার পর আমরা যদি লিখি >>4+3 উত্তর পাবে = 7

আমরা যদি লিখি >>4-3 উত্তর পাবে = 1

আমরা যদি লিখি >>4*3 উত্তর পাবে = 12

আমরা যদি লিখি >>4/3 উত্তর পাবে = 1.33333333

এছাড়াও আমরা কম্পিউটারে our-file-name.py file create করে এর মধ্যে আমরা যদি লিখি >>4+3 

আর save করে terminal ওই folder  এ open করে >> python our-file-name.py লিখলেও আমরা উত্তর 7 পাব।

এছাড়াও print(4+3) লিখলেও একই উত্তর পাওয়া যাবে। আসলে সব language এই উত্তর পাওয়ার জন্য বিভিন্ন comment লিখতে হয়। python এ print(Your problem here) আর javascript এ console.log( Your problem here). javascript এর জন্য আমরা our-file-name.js file create করে,  console.log( 4+3) লিখে save করে terminal  একই folder  এ open করে >> node our-file-name.js  লিখলে answer 7 পাব। 

to be continued.... 

No comments

Powered by Blogger.